ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কমেছে যানবাহনের চাপ
ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু মহাসড়কে গাড়ির চাপ কিছুটা কমেছে। আজ রোববার (১৬ জুন) ভোরে এই মহাসড়কে আট কিলোমিটার যানযট দেখা দিয়েছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অনেকটা স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল শুরু হয়। তবে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড়ে এক থেকে দুই কিলোমিটার এলাকায় যানবাহনের সারি রয়েছে।
এর আগে অতিরিক্ত যানবাহনের চাপ ও বঙ্গবন্ধু সেতুর ওপর একাধিক গাড়ি বিকল হয়েছিল। তাই বঙ্গবন্ধু সেতুর পূর্ব থেকে মহাসড়কের হোসেন কালিহাতী উপজেলার ভাবলা এলাকা পর্যন্ত আট কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। পরে থেমে থেমে যানবাহন চলাচল করে। ভোর ৬টা থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত এমন পরিস্থিতি ছিল। সকাল ৮টার পর থেকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।
এলেঙ্গা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর সাজেদুর রহমান জানান, মহাসড়কে যানবাহনের চাপ অনেকটা কমে এসেছে। তবে দুপুরের দিকে চাপ কিছুটা বাড়তে পারে। ভোরের দিকে বঙ্গবন্ধু সেতু পূর্বপাড় থেকে কালিহাতীর শাল্লা পর্যন্ত যানবাহনের ব্যাপক চাপ ছিল। বেলা বাড়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।