ময়মনসিংহে ঈদের জামাত অনুষ্ঠিত
ময়মনসিংহে ১৫৭টি মসজিদসহ দুই হাজার ৫০০ ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৭ জুন) সকাল সাড়ে ৭টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় নগরীর আঞ্জুমান ঈদগাহ ময়দানে।
এতে ইমামতি করেন মাওলানা আব্দুল্লাহ আল মামুন। এখানে জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীসহ লাখো মুসুল্লি ঈদের নামাজ আদায় করেন। একই স্থানে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৮টায়। এ ছাড়া মোমেনশাহী সেনানিবাস ও পুলিশ লাইন্সসহ নগরীর বড় মসজিদে সাড়ে ৮টায়, আকুয়া বাইপাস মাদানী নূর মার্কাজ মসজিদ মাঠে সকাল ৭টায় এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ঈদগাহ ময়দানে নিরাপত্তায় পুলিশ মোতায়েন ছিল।