গরুর শিংয়ের ধাক্কায় গুরুতর আহত হয়ে হাসপাতালে বাবুল
বাবুল মিয়া। তিনি রাজধানীর ডেমরার সারুলিয়ায় বাসিন্দা। বাবুল ভোরে কোরবানির গরু গোসল করান। গোসল শেষে গরু নিয়ে জবাই করার স্থানে যাচ্ছিলেন। এমন সময় গরু দৌড় দেয়। গরুর রসি ধরে সামনে হেঁটে যাচ্ছিলেন আবুল। তখন গরু স্বজোরে শিং দিয়ে বাবুলের স্পর্শকাতর স্থানে আঘাত করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে আনা হয় হাসপাতালে।
আজ সোমবার (১৭ জুন) ভোরে এ দুর্ঘটনা ঘটে। বাবুল মিয়ার এখন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসাপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকের পরামর্শ অনুয়ায়ী তিনি হাসপাতালের ১০২ নম্বর ওয়ার্ডের ৮ নম্বর বেডে ভর্তি আছেন।
১০২ নম্বর ওয়ার্ডেই এ প্রতিবেদকের সঙ্গে কথা হয় বাবুল মিয়ার। তিনি বলেন, ‘ভোরে গোসল শেষে গরু দৌড় দেয়। আমি তখন গরুর সামনেই ছিলাম। দৌড়ে গিয়ে গরু আমার স্পর্শকাতর অংশে শিং দিয়ে আঘাত করে। এতে ওই স্থানের চামড়া ছিঁড়ে যায়। সেলাই করতে হবে। কিন্তু, আজ সেলাই করবেন না ডাক্তার। আগামীকাল করবেন।’
আজ সেলাই করতে অসুবিধা কী, জানতে চাইলে বাবুল মিয়া বলেন, ‘আজ নাকি হাসপাতালে ভালো ডাক্তার নেই। আগামীকাল আসবেন। যেহেতু সেনসেটিভ এরিয়াতে সেলাই বা অপারেশন করবে, সেহেতু ভালোভাবে দেখেশুনে করবেন বলে চিকিৎসক জানিয়েছেন।’
সারা দেশে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। আজ সোমবার (১৭ জুন) সকাল থেকেই ধর্মীয় রীতিতে পশু কোরবানি দিচ্ছেন মুসল্লিরা। কোরবানির এই সময়ে অনেকেই মৌসুমি কসাই হিসেবে কাজ করছে। পশু কোরবানি করতে গিয়ে কারও হাত কেটেছে, কারও পা। রাজধানীর ঢামেক হাসপাতালে অনেকেই চিকিৎসা নিচ্ছেন।