বগুড়ায় জোড়া খুনের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩
বগুড়া শহরে জোড়া খুনের ঘটনায় মামলা হয়েছে। নিহত ব্যক্তিদের একজন শরীফ শেখের মা আজ বুধবার (১৯ জুন) বগুড়া সদর থানায় হত্যা মামলা করেন। পুলিশ এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন বগুড়া শহরের নিশিন্দারা খাঁপাড়ার শেখ সৌরভ, নিশিন্দারা পূর্বপাড়ার নাঈম হোসেন ও সুলতানগঞ্জপাড়ার আলী সোনার লেনের আজবিন রিফাত।
বগুড়া সদর থানার পরিদর্শক শাহিনুজ্জামানকে মামলার তদন্তভার দেওয়া হয়েছে। মামলায় বগুড়া শহরের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বগুড়া জেলা পরিষদের সদস্য সৈয়দ সার্জিল আহম্মেদ (টিপু), তাঁর ভাই ও জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ কবির আহম্মেদ (মিঠু) এবং বগুড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শাহ মো. মেহেদী হাসানসহ ১৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা ১৫ জনকে আসামি করা হয়েছে। নিহত দুজন হলেন শরীফ শেখ ও তাঁর বন্ধু রুমন। হোসাইন ওরফে বুলেট নামের আরেকজন গুলিবিদ্ধ হয়েছেন।
মামলার এজাহারে বলা হয়েছে, যাতায়াতের পথ বন্ধ করে সড়কে প্রাইভেটকার দাঁড় করানো নিয়ে আওয়ামী লীগ নেতার সঙ্গে বিতণ্ডার জেরে বগুড়া শহরের নিশিন্দারা চকরপাড়া এলাকায় দুই তরুণকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
গত সোমবার দিনগত রাত দেড়টার দিকে শহরের নিশিন্দারা চকরপাড়া এলাকায় জোড়া হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় দুজনকে কুপিয়ে হত্যা করা হয়। একজন গুলিবিদ্ধ অবস্থায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।