শেরপুরে পৃথক ঘটনায় দুজন খুন, গ্রেপ্তার ৪
শেরপুরে পৃথক দুটি ঘটনায় দুজন খুন হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার এ দুজন খুনের ঘটনা ঘটে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে শ্যালকের হাতে আহত হন নালিতাবাড়ি উপজেলার ময়েজ উদ্দিন। আজ শুক্রবার (১৫ নভেম্বর) ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নিহত ময়েজ উদ্দিন নালিতাবাড়ী উপজেলার কালিনগরে ঘরজামাই হিসেবে বাস করছিলেন। পুলিশ অভিযুক্ত শ্যালক ইউনুছ আলীকে গ্রেপ্তার করেছে।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সানোয়ার হোসেন জানান, গতকাল দুপুরে জমিতে বেড়া দেওয়া নিয়ে ঝগড়ার একপর্যায়ের শ্যালক ইউনুছ আলী হাতে থাকা লোহার রড দিয়ে ময়েজ উদ্দিনের মাথায় আঘাত করেন। এরপর তাঁকে আহত অবস্থায় প্রথমে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তী সময়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি ভোররাতে মারা যান।
অপরদিকে গতকাল নকলা উপজেলার দর্জির কাজ করা আইয়ুব আলী নিহত হয়েছেন। কিন্তু রাতেও বাড়ি ফিরে না এলে তাকে খুঁজতে বের হয় স্বজনরা। পরে তার গলাকাটা লাশ পায় তারা। এ ঘটনায় মামলা হলে অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন নিহত দর্জি আইয়ুব আলীর ভাতিজা মুকুল মিয়া ও তাঁর দুই ছেলে মহসিন ও জিসান।