সাভারে ট্যানারির চামড়ার বর্জ্যের দুর্গন্ধে স্থানীয়দের নাভিশ্বাস
চামড়ার বর্জ্য সরাসরি ধলেশ্বরী নদীর পাড়ে ফেলা হচ্ছে। এতে ট্যানারির আশেপাশে চরম দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, দুর্গন্ধে নাভিশ্বাস হয়ে উঠেছে তাদের জীবন।
সাভারের বিসিক চামড়া শিল্প নগরীতে এখন ব্যস্ত শ্রমিকরা। সংগ্রহ করা কাঁচা চামড়া প্রক্রিয়াজাত করতেই ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। ঈদের দিন থেকে এ পর্যন্ত চার লক্ষাধিক চামড়া এসেছে এখানে।
প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছর মোট ১ কোটি ৭ লাখ পশু কোরবানির লক্ষ্যমাত্রার কথা মাথায় রেখে চামড়া সংরক্ষণে পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া হয়।
শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা বলেন, চামড়ার সংরক্ষণে সামর্থ্যের কথা মাথায় রেখে প্রথম সাতদিন কোনোভাবেই যেন ঢাকার বাইরের চামড়া ঢাকায় প্রবেশ করতে না পারে, সে বিষয়টি কঠোরভাবে মনিটরিং করা হচ্ছে। পাশাপাশি চামড়াবাহী গাড়ি যেন নির্বিঘ্নে শিল্প নগরীতে প্রবেশ করতে পারে, সেটি নিশ্চিত করতে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে।
অন্যদিকে পরিবেশ রক্ষায় সাভারে চামড়া শিল্পনগরীতে হাইকোর্টের নির্দেশনা যথাযথভাবে প্রতিপালনে সকলকে সতর্ক রাখা হয়েছে।
পরিবেশ রক্ষায় এবার বিসিক চামড়া শিল্প নগরীর সিইটিপিকে পুরোপুরি প্রস্তুত ও কার্যকর করার কথা বলা হলেও হাইকোর্টের নির্দশনা যথাযথভাবে প্রতিপালনে কোন পদক্ষেপ নেই বলে অভিযোগ পরিবেশবাদীদের।
ট্যানারি ঘুরে দেখা গেছে, চামড়ার বর্জ্য সরাসরি ধলেশ্বরী নদীর পাড়ে ফেলা হচ্ছে। এতে ট্যানারির আশেপাশে চরম দুর্গন্ধ ছড়িয়ে পড়েছ। স্থানীয়দের অভিযোগ দুর্গন্ধে নাভিশ্বাস হয়ে উঠেছে তাদের জীবন।