ঈদ শেষে লঞ্চে করে কর্মস্থলে ছুটছেন মানুষ
ঈদ শেষে লঞ্চে করে বিভিন্ন জেলার মানুষ কর্মস্থলে ছুটতে শুরু করেছেন। চাঁদপুর নৌরুটে হাজার হাজার যাত্রী ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন। আজ শুক্রবার (২১ জুন) সকাল থেকেই ঢাকাগামী নৌরুটের লঞ্চগুলোতে গাদাগাদি করে নিজ নিজ কর্মস্থলে রওনা হচ্ছেন। মানুষ যাতে নির্বিঘ্নে যাতায়াত করতে পারে তার জন্য বিআইডব্লিউটিএ, নৌ-পুলিশ, ফায়ার সার্ভিস, কোস্টগার্ডসহ বিভিন্ন সংস্থা কাজ করছে। বিশেষ করে লঞ্চঘাটে যাত্রীসেবায় খোলা হয়েছে দুটি কন্ট্রোল রুম।
লঞ্চ মালিক প্রতিনিধি বিপ্লব সরকার বলেন, ঢাকামুখী স্রোত এখনো পুরোপুরি শুরু হয়নি। আগামী ২-৩ দিন এই ভিড় আরও বাড়বে। শুক্রবার লঞ্চঘাটে অন্য সময়ের চেয়ে বেশি যাত্রী ছিল। সড়কপথ থেকে নৌপথের যাত্রায় এখনো স্বস্তি থাকায় মানুষ লঞ্চে ভিড় জমান।
ঢাকাগামী যাত্রী ফেরদৌসী জানান, ঈদের ছুটিতে স্বামী, সন্তান নিয়ে শ্বশুরবাড়ি ঈদ করেছি। পথে পথে যত দুর্ভোগ থাকুক না কেনো, সবার সাথে দেখা হলে আর সেটি থাকে না। ঈদ গেছে, এখন কর্মব্যস্ততা আবার শুরু। আল্লাহ চায়তো আগামী বছর আবারও ঈদ করতে আসব।
বিআইডব্লিউটিএর টিআই শাহ আলম জানান, পর্যাপ্ত লঞ্চ আছে। যাত্রীরা নির্ভয়ে গন্তব্যে পৌঁছাতে পারবেন। যাত্রীর চাপ বেশি থাকলে অনেক লঞ্চে যাত্রীর পরিমাণ বেড়ে যায়। আমরা সার্বক্ষণিক যাত্রী নিরাপত্তায় নজরদারি করে আসছি। কোন যাত্রী অভিযোগ দিলে আমরা সাথে সাথে পদক্ষেপ নিব।