সেতু ভেঙ্গে ৯ জন নিহতের ঘটনা তদন্তে ২ কমিটি
জেলার আমতলীতে সেতু ভেঙ্গে মাইক্রোবাস নদীতে পড়ে ৯ জন নিহতের ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সুবন্ধি নদীতে তলিয়ে যাওয়া মাইক্রোবাসটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। একইসঙ্গে ঘটনা তদন্তে দুটি কমিটি গঠন করা হয়েছে।
বরগুনা জেলা প্রশাসক মোহা. রফিকুল ইসলাম জানিয়েছেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অনিমেষ বিশ্বাসকে প্রধান করে শনিবার রাতেই ছয় সদস্যের একটি কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ে জমা দেয়ার নির্দেশ দেওয়া হয়।
অপরদিকে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর তিন সদস্যের আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পটুয়াখালীর তত্বাবধায়ক প্রকৌশলী মহির উদ্দিন শেখকে প্রধান করে এ তদন্ত কমিটি গঠন করা হয়।
আমতলীর ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সহকারী কমিশনার (ভূমি) তারেক হাসান জানিয়েছেন, রোববার তদন্ত কমিটি তদন্ত কাজ শুরু করেছে।
শনিবার (২২ জুন) দুপুর ২টার দিকে আমতলী উপজেলার হলদিয়া এলাকায় সুবন্ধি নদীতে তলিয়ে যায় মাইক্রোবাসটি। সেখানে ঘটে হতাহতের ঘটনা। পরে দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসটিকে ফায়ার সার্ভিস কর্মীরা শনিবার মধ্যরাতে (রাত ১২টার দিকে) নদী থেকে টেনে পাড়ে তোলে। এ ঘটনায় আমতলী থানায় একটি অপমৃত্যুর মামলা (ইউডি কেইস) হয়েছে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু।