এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাষ্ট্রদূত শামীম আহসানের শুভেচ্ছা
দেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভির ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শামীম আহসান। খবর ও অনুষ্ঠানে প্রবাসীদের কথা আলাদাভাবে তুলে ধরা হয় বলে এনটিভিকে ধন্যবাদ জানান তিনি। আগামীকাল বুধবার (৩ জুলাই) এনটিভির ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হবে।
মো. শামীম আহসান বলেন, ‘দীর্ঘদিন ধরে এনটিভি প্রবাস ও দেশের দর্শকদের কাছে একটি জনপ্রিয় প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা ও গ্রহণযোগ্যতা লাভ করেছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে আমি আশা করব, আগামীতেও তারা এই সুনাম ধরে রাখবে। বস্তুনিষ্ঠ সংবাদ, বিশেষ করে বাংলাদেশি প্রবাসীদের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ও অগ্রযাত্রা তুলে ধরবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা, তথা সমৃদ্ধ বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বর্তমান সরকারের যে উন্নয়ন অভিযাত্রা অব্যাহত রয়েছে, তা বিশ্ববাসীর সামনে তুলে ধরবে। সারা বিশ্বে, বিশেষ করে প্রবাসীদের কাছে দেশের ইতিহাস-ঐতিহ্য তুলে ধরার ক্ষেত্রে চ্যানেলটি অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমার বিশ্বাস।’
মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের এই রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধ, ইতিহাস-ঐতিহ্যসহ, বিশেষ করে বাংলাদেশের ভাষা ও সংস্কৃতির সঙ্গে প্রবাসীরাও যেন সংযুক্ত থাকেন, সেক্ষেত্রে এনটিভি একটি বড় ভূমিকা পালন করে যাচ্ছে। এ কারণে আমি এনটিভি পরিবারকে ধন্যবাদ জানাই।’
রাষ্ট্রদূত মো. শামীম আহসান বলেন, ‘প্রবাসীদের সুখের কথা, দুঃখের কথা এবং তা শুধু মালয়েশিয়ায় নয়, পৃথিবীর সব দেশের প্রবাসীদের জন্য এনটিভির আলাদা কিছু আয়োজন থাকে। এ কারণেই আমি মনে করি, প্রবাসীদের কাছেও এনটিভি সমানভাবে জনপ্রিয়। এনটিভির পথচলা সুন্দর হোক। আগামীতেও এনটিভি দেশে ও প্রবাসে সবার কাছে সমানভাবে জনপ্রিয় থাকবে, এই প্রত্যাশা করি। জয় বাংলা।’