মেট্রোরেলে দুই যাত্রীর বাগ্বিতণ্ডা, কামড়কাণ্ড
রাজধানীবাসীর জীবনযাত্রাকে অনেকটাই সহজ করে দিয়েছে মেট্রোরেল। উড়াল এ রেলপথে প্রতিদিন উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত হাজার হাজার যাত্রী আসা-যাওয়া করেন। এবার ঢাকার মেট্রোরেলে ঘটে গেল অদ্ভুত এক ঘটনা। বাগ্বিতণ্ডা চলার একপর্যায়ে এক যাত্রীকে কামড় দিয়েছেন অপর যাত্রী। এতে ওই যাত্রীর হাতে ক্ষতের সৃষ্টি হয়েছে। তাদের ধস্তাধস্তিতে আহত হয়েছেন পাশে থাকা কয়েকজন যাত্রী। এ ঘটনার একটি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। তবে মেট্রোরেলে এ ঘটনাটি কবে ঘটেছে, তা নিশ্চিত হওয়া যায়নি। ঝগড়ায় লিপ্ত হওয়া দুজনের পরিচয়ও জানা যায়নি।
ভিডিওতে এক যাত্রী অভিযোগ করেন, ‘আমি এখানে দাঁড়িয়েছি, ওনার (যার গায়ে হাত লেগেছে) গায়ে হাত লাগছে। ওনি বলতেছে, তার গায়ে হাত লাগল কেন? এ নিয়ে তর্কাতর্কির একপর্যায়ে আমার হাতে কামড় দিয়েছে এবং আমার শার্ট ছিড়ে ফেলেছে। চশমাটা ভেঙে ফেলেছে।’
এ সময় ক্যামেরার সামনে অপর যাত্রীর কামড়ের ফলে হাতে তৈরি হওয়া ক্ষত ও ছেঁড়া শার্ট দেখান ওই যাত্রী। দুজনের ঝগড়ার একপর্যায়ে অন্য হাত থেকে মোবাইল পড়ে গিয়ে ভেঙে যায় বলেও অভিযোগ করেন তিনি।
আর অভিযোগ অস্বীকার করে অপর যাত্রী বলেন, ‘আমি তাকে বলেছি, মেট্রোরেলের হ্যান্ডেল ধরতে। কিন্তু তিনি হ্যান্ডেল না ধরে বলছে, আমি কি মেয়ে মানুষ? তারপর আমাকে ঘুষি দিয়েছে।’ ঘুষি খেয়ে অপর যাত্রীকে কামড় দেওয়ায় অন্য যাত্রীদের তোপের মুখে পড়েছেন বলে দাবি করেন তিনি।