রাজধানীতে রান্নাঘর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/07/05/motijheel-police-station.jpg)
রাজধানীর মতিঝিলের দক্ষিণ কমলাপুরে বাসার রান্নাঘর থেকে শান্তা আক্তার (২৬) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (৫ জুলাই) সকালের দিকে এ ঘটনা ঘটে।
মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) ফাতেমা খাতুন বিকেলে এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘শান্তা আক্তারকে অচেতন অবস্থায় দুপুর পৌনে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
শান্তা আক্তার লক্ষ্মীপুরের রায়পুরা সদরের আব্দুল কাদের মিয়ার মেয়ে। বর্তমানে স্বামীর সঙ্গে কমলাপুরের বাসায় ভাড়া থাকতেন। এক মেয়ে ও দুই ছেলের মা ছিলেন শান্তা।
এসআই ফাতেমা খাতুন বলেন, আমরা নিহতের পরিবারের সঙ্গে কথা বলেছি। জানতে পেরেছি স্বামী সৈয়দ রাসেলের সঙ্গে অভিমান করে শান্তা আক্তার এই কাজ করেন। তবুও মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।