খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল ও রিজভী
হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আবারও আজ সোমবার (৮ জুলাই) ভোর ৪টা ৪৫ মিনিটের দিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে দুপুর ১২টার দিকে খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার আগে খালেদা জিয়ার অসুস্থতার খবর পেয়েই সকালে তাঁকে দেখতে হাসপাতালে ছুটে যান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
এ সময় তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম। বিষয়টি জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
এর আগে, গতকাল রোববার (৭ জুলাই) দিনগত গভীর রাতে আবারও অসুস্থ হয়ে পড়েন বেগম খালেদা জিয়া। পরে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুসারে সাবেক এ প্রধানমন্ত্রীকে জরুরি ভিত্তিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজা থেকে হাসপাতালের উদ্দেশে আজ সোমবার (৮ জুলাই) ভোর ৪টা ১২ মিনিটে রওনা হয়ে ৪টা ৪৫ মিনিটে এভারকেয়ার হাসপাতালে পৌঁছায় তাকে বহনকারী গাড়িটি। হাসপাতালে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
এর আগে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ২১ জুন খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালের কার্ডিয়াক কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়েছে। সে সময় চিকিৎসা শেষে গত ২ জুলাই বিকেলে হাসপাতাল থেকে গুলশানের বাসা ফিরোজায় ফেরেন তিনি।
ছয় দিনের ব্যবধানে আবারও গুরুতর অসুস্থ হয়ে পড়েন সাবেক এ প্রধানমন্ত্রী।
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি ও হার্টসহ নানান শারীরিক জটিলতায় আক্রান্ত। গত কয়েক বছরে তাকে কিছু দিন পরপর হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করতে নেওয়া হয়। এর মধ্যে বেশ কয়েকবার তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল।