১৭ টাকা নিয়ে বিরোধে ছাত্রলীগের কর্মীকে হত্যার ঘটনায় যুবক গ্রেপ্তার
চট্টগ্রামের সাতকানিয়ায় ১৭ টাকার বিরোধে ছাত্রলীগের কর্মীকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার (৮ জুলাই) উপজেলার ছদাহা ইউনিয়নের ছোট ঢেমশা এলাকার নিজ বাড়ি থেকে ওই যুবককে গ্রেপ্তার করা হয়।
সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাক আহমদ সাব্বির গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছে। তিনি জানান, গ্রেপ্তার আসামির নাম শাকিব প্রকাশ (২২)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার এসআই মামুন ভূঁইয়া, উৎপল চক্রবর্তী, আলাউদ্দিন, সহকারী উপপরিদর্শক (এএসআই) মোবারক হোসেন, সাদ্দাম হোসেন ও রেজাউল করিমসহ সঙ্গীও ফোর্স নিয়ে অভিযান চালিয়ে শাকিবকে গ্রেপ্তার করে।
ওসি প্রিটন সরকার জানান, গত ২৮ মে বিকেলে সাতকানিয়ার ছদাহা মিঠার দোকানে মাত্র ১৭ টাকার বিরোধের জেরে ছাত্রলীগের কর্মী মাহমুদুল হককে ছুরিকাঘাত করে শাকিব। এতে ঘটনাস্থলেই মারা যায় মাহমুদুল। এই ঘটনায় করা হত্যা মামলার পাঁচ নম্বর আসামি শাকিব।
ওসি আরও বলেন, ‘পুলিশ অভিযান চালিয়ে শাকিবকে গ্রেপ্তার করেছে। অন্য আসামিদের গ্রেপ্তারেও অভিযান চলছে।’