বিশ্ব জনসংখ্যা দিবস আজ
আজ ১১ জুলাই, বিশ্ব জনসংখ্যা দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘অন্তর্ভুক্তিমূলক উপাত্ত ব্যবহার করি, সাম্যের ভিত্তিতে সহনশীল ভবিষ্যৎ গড়ি।’ আমেরিকার সরকারি পরিসংখ্যান দপ্তর ইউএস সেনসাস ব্যুরোর তথ্যমতে, বিশ্বের বর্তমান মোট জনসংখ্যা প্রায় আট বিলিয়ন ছাড়িয়ে গেছে।
১৯৮৯ সালে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির তৎকালীন গভর্নিং কাউন্সিল এই দিনটি পালন করার কথা বিবেচনা করেন। ১৯৯০ সালের ১১ জুলাই প্রথম এই দিনটি পালন করা হয়। প্রথম বছরই বিশ্বের ৯০টির বেশি দেশ এই দিনটি পালন করে। তারপর থেকেই সারা বিশ্বে প্রতি বছর ১১ জুলাই পালন করা হয় বিশ্ব জনসংখ্যা দিবস।
শরীয়তপুর জেলা প্রশাসন ও জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। বাসনের এক প্রতিবেদনে বলা হয়েছে, অর্ন্তভুক্তিমুলক উপাত্ত ব্যবহার করি, সাম্যের ভিত্তিতে সহনশীল ভবিষ্যৎ গড়ি” প্রতিপাদ্যে দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক মো. মাসুদ মামুনের সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদ।
এ ছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুদ্দিন গিয়াস, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাইনউদ্দিন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কামরুজ্জামান উজ্জল, শরীয়তপুর সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. মিজানুর রহমান, জেলা তথ্য কর্মকর্তা শাহীন মিয়া প্রমুখ।
বাসসের অপর এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ব জনসংখ্যা দিবসে ফেনীতে আলোচনাসভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার। পরিবার পরিকল্পনা কার্যালয়ের কর্মকর্তা নাসিম উদ্দিন পাটোয়ারীর সঞ্চালনা ও তথ্য উপস্থাপনায় আলোচনায় সভাপতিত্ব করেন উপপরিচালক আবু সালেহ মোহাম্মদ ফোরকান উদ্দিন।
সভায় জেলা প্রশাসক বলেন, দক্ষ জনশক্তি গড়ে তুলতে হবে। কর্মক্ষম জনগোষ্ঠীর দক্ষতা বাড়াতে সরকার নানাবিধ প্রশিক্ষণ, প্রযুক্তির ব্যবহারে সক্ষমতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, গর্ভবতী মায়ের স্বাস্থ্যসেবা ও পরিবার পরিকল্পনায় সচেতনতা বাড়াতে নিরলস কাজ করে যেতে হবে।
এতে বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা আক্তার, ছনুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান করিম উল্যাহ বিকম, দৈনিক প্রথম আলো ফেনী প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, বাসস ফেনী জেলা সংবাদদাতা আরিফুল আমিন রিজভী, সূর্যের হাঁসি ক্লিনিকের জেলা ব্যবস্থাপক আবু আহমদ, মেরিস্টোপস ফেনীর ব্যবস্থাপক অফিসার শাহনাজ আক্তার,পরিবার পরিকল্পনা পরিদর্শক লিটন কুমার মালকার প্রমুখ।
সভা শেষে স্বাস্থ্যসেবায় অবদান রাখায় জেলার ১০টি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে পুরস্কৃত করা হয়েছে। তারা হলেন—কালিদহ ইউনিয়নের পরিবার কল্যাণ সহকারী স্বপ্না চক্রবর্তী, ছনুয়া মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের পরিবার কল্যাণ পরিদর্শক প্রীতি চক্রবর্তী, মোটবী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের পরিবার কল্যাণ পরিদর্শক মোঃ দিদারুল আলম, ধলিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার রোকসানা আক্তার, ছনুয়া মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র, ছনুয়া ইউনিয়ন পরিষদ, ফেনী সদর উপজেলা পরিষদ, মা ও শিশু কল্যাণ কেন্দ্র, ফেনী এবং মেরিস্টোপস ক্লিনিক, ফেনী।