আপিল বিভাগের রায়ের আগে কোটা নিয়ে কিছু করবে না সরকার : ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আপিল বিভাগের রায়ের আগে সরকার কোটা পরিবর্ধন-পরিমার্জন নিয়ে কিছু সরকার করবে না।
আজ শনিবার (১৩ জুলাই) ওবায়দুল কাদের রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব কথা বলেন। এর আগে তিনি আন্দোলনরত শিক্ষক নেতাদের সঙ্গে বৈঠক করেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের আরও বলেন, কোটার বিষয়টি এখন বিচারাধীন রয়েছে। এ অবস্থায় আমাদের আইনের বাইরে যাওয়ার সুযোগ নেই। আইন তার নিজস্ব গতিতেই চলবে।
দেশে কোটার প্রয়োজন রয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, দক্ষিণ এশিয়ার অন্য দেশের তুলনায় বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা কম। ভারতে কোটা ৬০ শতাংশ, পাকিস্তানে সাড়ে ৯২ শতাংশ, নেপালে ৪৫ ও শ্রীলঙ্কায় ৫০ শতাংশ। দেশের আর্থসামাজিক বাস্তবতায় কোটার প্রয়োজনীয়তা রয়েছে।