গদখালি রেলস্টেশন চালুর দাবিতে ট্রেন আটকে মানববন্ধন
ফুলের রাজধানী খ্যাত যশোরের গদখালি রেলস্টেশন পুনরায় চালু এবং কাঁচা ফুল ও সবজি পরিবহণের জন্য আলাদা বগির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ফুল চাষিরা। আজ রোববার (১৪ জুলাই) দুপুর দেড়টার দিকে যশোর-বেনাপোল রেল রুটের গদখালিতে এ কর্মসূচি পালিত হয়।
কর্মসূচি চলাকালে বেনাপোল থেকে ছেড়ে আসা ঢাকাগামী ট্রেন বেনাপোল এক্সপ্রেসকে কিছু সময়ের জন্য আটকে দেন ফুলচাষিরা। এ সময় তাঁরা দাবি সংবলিত প্লাকার্ড নিয়ে ট্রেনটির সামনে বিক্ষোভ করেন।
বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটি ও যশোর ফুল উৎপাদক ও বিপণন সমবায় সমিতির যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে গদখালীর ফুলচাষি ছাড়াও সর্বস্তরের মানুষ অংশ নেয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন যশোর ফুল উৎপাদক ও বিপণন সমবায় সমিতির সভাপতি আব্দুর রহিম, বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটির সদস্য সচিব ইঞ্জিনিয়ার রুহুল আমিন, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান ভিটু প্রমুখ।
মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, দেশের মোট চাহিদার প্রায় ৭০ ভাগ কাঁচা ফুল যশোরে উৎপাদিত হয়। কিন্তু এই ফুল দেশের বিভিন্ন স্থানে পরিবহণ করতে গিয়ে বড় একটি অংশ নষ্ট হয়ে যায়। তা ছাড়া যশোর অঞ্চল সবজির জন্য বিখ্যাত।
বক্তারা বলেন, ব্রিটিশ আমলে গদখালিতে একটি রেলস্টেশন ছিল, যা দীর্ঘদিন ধরে বন্ধ আছে। এই রেলস্টেশনটি চালু এবং ঢাকাগামী ট্রেনে ফুল ও সবজি পরিবহণের জন্য আলাদা বিশেষায়িত বগির দাবি করেন বক্তারা।