বাংলা একাডেমির নতুন মহাপরিচালক ড. রশিদ আসকারী
ড. মো. হারুন-উর-রশিদ আসকারীকে বাংলা একাডেমির নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ দিয়েছে সরকার। গত বৃহস্পতিবার (১৮ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এর প্রেক্ষিতে আজ বুধবার দায়িত্ব বুঝে নেন তিনি।
জানা গেছে, ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাবেক এই উপাচার্যকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের দিন থেকে পরবর্তী তিন বছর মেয়াদে বাংলা একাডেমির মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে।
হারুন-উর-রশিদ আসকারী ১৯৯০ সালে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। ২০০৫ সালে তিনি অধ্যাপক হিসেবে পদোন্নতি পান এবং এই বিশ্ববিদ্যালয়ের উপযাচার্যের দায়িত্ব পালন করেছেন।
জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গবেষক হিসেবে তার ১০টি গ্রন্থ ও ১২টি প্রবন্ধ প্রকাশনা রয়েছে। আসকারী ইসলামী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক (১৯৯৯-২০০০) ছিলেন। তিনি ভারত বাংলাদেশ ফ্রেন্ডশিপ সোসাইটির আজীবন সদস্য।
১৯৬৫ সালের ১ জুলাই রংপুর জেলার মিঠাপুকুরের আসকারপুর গ্রামে জন্মগ্রহণ করেন ড. রশীদ আসকারী। ১৯৮০ সালে রাজশাহী বোর্ডের অধীনে প্রথম বিভাগে এসএসসি এবং ১৯৮২ সালে একই বোর্ডে পঞ্চম স্থানসহ প্রথম বিভাগে এইচএসসি পাশ করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে কৃতিত্বের সাথে ১৯৮৫ সালে বিএ (অনার্স) এবং ১৯৮৬ সালে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। ২০০৫ সালে ভারতের পুনে বিশ্ববিদ্যালয় থেকে ভারতীয় ইংরেজি সাহিত্যে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।