ফরিদপুরে কারফিউ ১৪ ঘণ্টা শিথিল
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/07/26/carfue.jpg)
ফরিদপুরে কারফিউ শিথিলের সময় বৃদ্ধি করা হয়েছে। আগের সময় থেকে এখন তিন ঘণ্টা বাড়িয়ে কারফিউ শিথিলের সময় ১৪ ঘণ্টা করা হয়েছে। এতে স্বস্তিতে চলাচল করছেন জনসাধারণ।
কারফিউ শিথিলের পর সরেজমিনে দেখা যায়, রাস্তা-ঘাটে চলাচল করছে ছোট-বড় যানবাহন। ধীরে ধীরে দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান খুলতে শুরু করেছে। জনমনে কাটতে শুরু করেছে আতঙ্ক।
কারফিউ শিথিলের বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসক (ডিসি) মো. কামরুল আহসান তালুকদার জানান, ফরিদপুরে আজ শুক্রবার (২৬ জুলাই) সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে।
ডিসি মো. কামরুল আহসান জানান, ফরিদপুর জেলায় সব গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। কারফিউ নিশ্চিতে মাঠে কাজ করছে পুলিশ, আনসার ও বিজিবি। এ ছাড়া সেনাবাহিনীও টহল দিচ্ছে। তবে, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকায় ফরিদপুরে সেনাবাহিনীর কোনো স্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়নি।
পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কারফিউয়ের এই নির্দেশ চলমান থাকবে বলেও জানান ডিসি মো. কামরুল আহসান।