মোংলায় আগ্নেয়াস্ত্রসহ যুবক আটক
মোংলায় আগ্নেয়াস্ত্রসহ এক যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল শনিবার (২৭ জুলাই) রাতে মোংলা বন্দরের শিল্প এলাকার দিগরাজ পৌর মার্কেটের সামনে থেকে ওয়ানশুটার গানসহ ওই যুবককে আটক করা হয়। আটকের পর রাতেই তাকে মোংলা থানায় হস্তান্তর করে র্যাব।
মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক যুবক আশিক মাহমুদ শাহিন (২৮) মোংলা পোর্ট পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের শাহজালাল পাড়ার বাসিন্দা।
ওসি কে এম আজিজুল ইসলাম জানান, গতকাল শনিবার রাত ৯টার দিকে বন্দর-কাটাখালী সড়কে সন্ত্রাসী কার্যকলাপের জন্য এক যুবক অবস্থান করেছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৯টার দিকে র্যাব-৬ সেখানে অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে এক যুবক দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়।
ওসি আরও জানান, আটক যুবককের কাছ থেকে একটি পাকিস্তানি ওয়ানশুটার গান ও এক রাউন্ড তাজা গুলি জব্দ করা হয়। আটকের পর রাতেই অস্ত্র-গুলিসহ আটক শাহিনকে মোংলা থানায় হস্তান্তর করে র্যাব। এ ঘটনায় র্যাব-৬ এর উপপরিদর্শক (এসআই) কামরুল হাসান বাদী হয়ে থানায় মামলা করেন।
আজ রোববার সকালে আটক শাহীনকে বাগেরহাট আদালতে হাজির করা হবে বলেও জানান পুলিশ কর্মকর্তা কে এম আজিজুল ইসলাম।