সেতু ভবনে হামলা : জামিন পেলেন গার্মেন্টস ব্যবসায়ী রেজাউল
রাজধানীর বনানীতে সেতু ভবনে হামলার মামলায় গার্মেন্টস ব্যবসায়ী রেজাউল হাসনাত ডেভিডের জামিন দিয়েছেন আদালত। আজ বুধবার (৩১ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম এই আদেশ দেন।
এদিন তার পক্ষের আইনজীবী জামিন চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। উভয়পক্ষের শুনানি শেষে আদালত পাঁচ হাজার টাকা মুচলেকায় পুলিশের প্রতিবেদন দাখিল পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন।
আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) শাহ আলম এতথ্য জানিয়েছেন।
নথি থেকে জানা গেছে, গত ২৫ জুলাই এ মামলায় বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ ও ব্যবসায়ী রেজাউল হাসনাত ডেভিডের পাঁচ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। গত ৩০ জুলাই রিমান্ড শেষে ডেভিডকে কারাগারে পাঠানো হয়। তবে পার্থের আরও তিন দিনের রিমান্ডের আদেশ দেন আদালত।
এজাহার থেকে জানা গেছে, গত ১৮ জুলাই সেতু ভবনে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় সেতু ভবনের কেয়ারটেকার রবিউল ইসলাম বাদী হয়ে বনানী থানায় একটি মামলা করেন। মামলার এজাহারে সেতু ভবনের ৩০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে বাদী উল্লেখ করেন।