চাঁদপুর শহরে সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা, ঝুঁকি নিয়ে যান চলাচল
চাঁদপুর শহরের বিভিন্ন এলাকায় সামান্য বৃষ্টিতেই তলিয়ে যাচ্ছে সড়ক। যার কারণে ভোগান্তিতে পড়তে হচ্ছে শহরবাসীকে। কোনো কোনো এলাকায় বৃষ্টির পানি আর ড্রেনের পানি মিশে একাকার হয়ে পড়েছে।
আজ বুধবার (৩১ জুলাই) মাত্র এক ঘণ্টার বৃষ্টিতে এমন দৃশ্য চোখে পড়েছে। সেই পানি নেমে পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগে পাঁচ থেকে ১০ ঘণ্টা।
শহর ঘুরে দেখা গেছে, টানা বৃষ্টিতে শহরের অন্যতম আব্দুল করিম পাটওয়ারী সড়ক ও ট্রাক রোডের অবস্থা একেবারেই নাজুক। সড়ক সংস্কার কাজের জন্য এবং পাকাসড়কের পিচঢালাই উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে বৃষ্টির পানি জমে জলাবদ্ধতা দেখা দিয়েছে। সড়কের বড় বড় গর্তের ভেতর দিয়ে হেলে-দুলে চলছে ট্রাক, প্রাইভেটকার, সাইকেল, মোটরসাইকেল, ইজিবাইক, ভ্যান, রিকশাসহ ছোট-বড় যানবাহন। একদিকে যেমন ঝুঁকি, অন্যদিকে সাধারণ মানুষেরও চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এদিকে শহরের পাড়া-মহল্লার সড়কগুলোর একই অবস্থা। শহরের বিষ্ণুদী মাদ্রাসা রোড, ব্যাংক কলোনি, নাজিরপাড়া, প্রফেসরপাড়াসহ বেশ কিছু এলাকার সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।
মাদ্রাসা রোড এলাকার বাসিন্দা মোবারক গাজী বলেন, ‘আমাদের এলাকায় ড্রেনেজব্যবস্থা খুবই খারাপ। মাঝেমধ্যে পরিষ্কার করলেও বৃষ্টি হলে জলাবদ্ধতা দেখা দেয়। বেশি বৃষ্টি হলে হাঁটু সমান পানি জমে। আর তা কমতে সারারাত পর্যন্ত সময় লাগে।
ট্রাক রোড এলাকার বাসিন্দা ফরহাদ হোসেন বলেন, এই সড়কটি অভিশপ্ত সড়ক নামেই সবাই চিনে। সড়কের কাজ করলে বছর না যেতেই পিচঢালাই উঠে বড় বড় গর্তে পরিণত হয়। এখন যাই কাজ ধরেছে, তাও কচ্ছপ গতি। জানি না কবে কাজ শেষ হবে।’
চাঁদপুর আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক শাহ মো. শোয়েব জানান, চাঁদপুরে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৬৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং তা উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। যার কারণে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।