ছাত্র-জনতার আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ
শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়েছেন এমন ব্রেকিং নিউজ (সংবাদ) প্রচার হওয়ার সঙ্গে সঙ্গে জয়পুরহাটে সর্বস্তরের মানুষ বিজয় উল্লাসে ফেটে পড়েন। আজ সোমবার (৫ আগস্ট) দুপুর ৩টার দিকে এনটিভিসহ বিভিন্ন টিভি চ্যানেলে এ সংবাদ প্রচারিত হয়।
সরকার পতনের খুশিতে অনেকে মিষ্টি বিতরণ করেন। এ সময় জয়পুরহাট পৌর শহরের বিভিন্ন এলাকা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, শিক্ষক-সাংবাদিকসহ নানা শ্রেণি-পেশার শত শত মানুষ শহরের ব্যস্ততম জিরো পয়েন্ট এলাকায় সমবেত হয়ে করতালি ও স্লোগানসহ বিজয় উল্লাস করতে থাকে। পরে শহরের প্রধান সড়কে বের হয় তাদের আনন্দ মিছিল।