জয়পুরহাটে ৭ ডাকাত গ্রেপ্তার, দুটি অটোরিকশা উদ্ধার
জয়পুরহাটে রাতের বেলা সড়কে রশি টেনে ধরে ব্যারিকেট দিয়ে অটোরিকশা ছিনিয়ে নেওয়ার ঘটনায় আন্তজেলা ডাকাতদলের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে ডাকাতি হওয়া দুটি অটোরিকশা। আজ রোববার (৩ অক্টোবর) তাঁদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
জয়পুরহাট ছাড়াও পাশের নওগাঁ ও বগুড়া জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডাকাতদলের সদস্যদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার করা ডাকাতরা হলেন জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার চিয়ারী গ্রামের দেলোয়ারের ছেলে সোয়াইব, বগুড়ার নন্দীগ্রামের মৃত আবু বক্কস সিদ্দিকের ছেলে ইউসুফ, ধুনটের হাসেনের ছেলে জাকির, মনজুর ছেলে ফরহাদ, নওগাঁ সদরের মিলচানের ছেলে হেলাল উদ্দীন, বদলগাছী উপজেলার জোব্বারের ছেলে হেলালহোসেন ও বগুড়ার আদমদীঘির মন্টুর ছেলে কালাম তালুকদার।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম জানান, গত ২৫ অক্টোবর রাতে জেলার আক্কেল পুর উপজলার কাদোয়া বটতলী এলাকায় সড়কে একদল ডাকাত রশি দিয়ে পথরোধ করে তিনটি অটোরিকশা ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় থানায় মামলা হলে পুলিশ আক্কেলপুর ২৭ অক্টোবর রেলস্টেশন রোড এলাকা থেকে সয়াইব নামে একজনকে গ্রেপ্তার করে। পরে গতকাল শনিবার তাঁর দেওয়া তথ্য ও তদন্তের ভিত্তিতে নওগাঁর বদলগছী থেকে হেলাল হোসেন, হেলাল উদদীন ও কালাম তালুকদারকে গ্রেপ্তার করে র্যাব ও পুলিশ। সেখানে গিয়ে খোঁজ নিয়ে জানা যায়, তারা এ ঘটনার সঙ্গে জড়িত। পরে তাদের দেওয়া তথ্য মতে শনিবার রাতে বগুড়ার নন্দীগ্রাম ও ধুনট থেকে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়। সেই সঙ্গে উদ্ধার করা হয় ডাকাতি করে নেওয়া দুটি অটোরিকশা।