আন্দোলনরত ছাত্র-জনতাকে ঘরে ফিরে যাওয়ার আহ্বান সেনাপ্রধানের
আন্দোলনরত ছাত্র-জনতাকে ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আজ সোমবার (৫ আগস্ট) সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি।
এ সময় সেনাপ্রধান বলেন, দেশে প্রতিটি হত্যার বিচার হবে, প্রতিটি অন্যায়ের বিচার হবে। আপনাদের (জনগণ) সব দাবি পূরণ করা হবে। দেশে অন্তবর্তীকালীন সরকার গঠন করে দেশ পরিচালনা করব। সমস্ত হত্যা ও অন্যায়ের বিচার আমরা করব। আমরা সমস্ত দায়িত্ব আমি নিচ্ছি। সব দাবি আমরা পূরণ করব ও দেশের সব শান্তিশৃঙ্খলা ফিরিয়ে আনব।