ড. মুহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধানে আপত্তি নেই জামায়াতে ইসলামীর
আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রস্তাব অনুযায়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান করা হলে আপত্তি নেই বলে জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরে রাজধানীর মগবাজার দলীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এসব কথা বলেন।
জামায়াতে ইসলামী জানায়, দীর্ঘদিন পর দলীয় কার্যালয়ে প্রকাশ্যে সংবাদ সম্মেলনের সুযোগ পেয়েছে দলটি। দলীয় কার্যালয়টি খোলার কারণে সেখানে ভিড় জমান নেতাকর্মীরা।
সংবাদ সম্মেলনে ডা. শফিকুর রহমান বলেন, ছাত্ররা যে প্রস্তাব দিয়েছে এতে জামায়াতের আপত্তি নেই। কারণ ছাত্ররা আন্দোলন করায় আজকে শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়েছেন। এই বিজয়ের কৃতিত্ব ছাত্রদের। এ ছাড়া জামায়াত নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল বিষয়ে তিনি বলে, এ বিষয়ে আইনি প্রক্রিয়ায় সব ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদ সম্মেলনে দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
সারাদেশে সংখ্যালঘুসহ সাধারণ মানুষ এবং সরকারি বেসরকারি স্থাপনায় নিরাপত্তা নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। তিনি আরও বলেন, যেখানেই দুর্বৃত্ত দেখবেন তাদের কঠোর হস্তে দমন করবেন। দেশব্যাপী লুটপাটের তীব্র সমালোচনা করে জামায়াত আমীর বলেন, এদের বিচারের আওতায় আনা হবে। নইলে বিচারহীনতার সংস্কৃতি চালু হবে।
দলের রাজনীতি নিষিদ্ধ ও নিবন্ধনের বিষয়ে জানতে চাইলে ডা. শফিকুর রহমান বলেন, যিনি অবৈধ ঘোষণা করেছেন তিনি নিজেই এখন কই? তারা আগে জাতিকে মুক্ত করবেন তারপর এসব বিষয়ে ভাববেন।