ফরিদপুর শহরজুড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চিত্রাঙ্কন
ফরিদপুর শহরজুড়ে বিভিন্ন দেয়ালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চিত্রাঙ্কন কর্মসূচি শুরু করেছে। আজ শুক্রবার (৯ আগস্ট) সকালে শহরের ব্রাহ্মসমাজ সড়কে চিত্রাঙ্কন কর্মসূচিতে অংশগ্রহণ করে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।
এ সময় এসব চিত্রাঙ্কন চলাকালে অনেক অভিভাবককেও উপস্থিত থাকতে দেখা যায়। এসব চিত্রাঙ্কনে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বিভিন্ন বাণী লিখতে দেখা যায় শিক্ষার্থীদের।
এদিকে চিত্রাঙ্কনে অংশগ্রহণ করতে পেরে খুশি অংশগ্রহণকারীরা।
অন্যদিকে বাদ আসর বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় আলিপুর খাঁ পারা মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।