প্রধান বিচারপতির বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অনেক অভিযোগ : ড. আসিফ নজরুল
আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অনেক অভিযোগ রয়েছে। বিচার বিভাগের মর্যাদা রক্ষায় প্রধান বিচারপতিকে তাঁর করণীয় নির্ধারণ করা উচিত। বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের নেতারা বিভিন্ন অভিযোগ তুলে তাঁর পদত্যাগ দাবি করেছেন।
আজ শনিবার (১০ আগস্ট) সচিবালয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন আসিফ নজরুল।
আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেন, ‘প্রধান বিচারপতির বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অনেক অভিযোগ রয়েছে। তিনি প্রধান বিচারপতির শপথ নেওয়ার পর ছাত্রলীগের নেতাদের কাছ থেকে ফুল নিয়েছেন। শিক্ষার্থীদের হাসপাতাল থেকে ধরে নিয়ে নির্যাতনকারী এবং গুলি করে ছাত্র-জনতাকে নির্মমভাবে হত্যাকারী ডিবির হারুনের কাছ থেকে সোনার তরবারি উপহার নিয়েছেন। এসব অভিযোগ তুলে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের নেতারা প্রধান বিচারপতির পদত্যাগ দাবি করেছেন।’
আইন উপদেষ্টা আসিফ নজরুল আরও বলেন, ‘বিচার বিভাগের মর্যাদা রক্ষায় প্রধান বিচারপতি তাঁর করণীয় নির্ধারণ করা উচিত।’
আইন উপদেষ্টা বলেন, ‘সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে আপিলের শুনানিকালে প্রধান বিচারপতি ছাত্র আন্দোলনের বিষয়ে বিষোদগার করে বলেছিলেন, রাজপথে আন্দোলন করে কোটা সংস্কার করা যাবে না। তার এ বক্তব্যে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়। এখন গণআন্দোলন সফল হয়েছে। স্বৈরাচার সরকারের পতন হয়েছে।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, ‘আমরা আইন, আদালত ও নির্বাচন কমিশনসহ সবকিছুতে সংস্কার আনতে চাই। ভবিষ্যতে যাতে এমন পরিস্থিতির সৃষ্টি না হয়, যাতে নির্বাচন নিয়ে আর কোনো প্রশ্ন কেউ তুলতে না পারে, এমন একটা ব্যবস্থা আমরা তৈরি করতে চাই।’
‘এরপর আমরা আর একদিনও দায়িত্বে থাকতে চাই না। আমি যত দ্রুত সম্ভব শিক্ষকতায় ফিরে যেতে চাই’, যোগ করেন ড. আসিফ নজরুল।