আজ থেকে মালবাহী, কাল থেকে চলবে যাত্রীবাহী ট্রেন
বৈষম্যবিরোধী আন্দোলন ঘিরে সহিংসতায় বন্ধ হওয়ার তিন সপ্তাহের বেশি সময় পর আজ সোমবার (১২ আগস্ট) থেকে পণ্যবাহী ট্রেন চলাচলের মাধ্যমে রেল পরিষেবা চালু করতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে।
এছাড়া আগামীকাল মঙ্গলবার (১৩ আগস্ট) থেকে যাত্রীবাহী মেইল, এক্সপ্রেস, লোকাল ও কমিউটার ট্রেন এবং ১৫ আগস্ট থেকে আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হবে।
গতকাল রোববার (১১ আগস্ট) বাংলাদেশ রেলওয়ের জনসংযোগ পরিচালক মো. নাহিদ হাসান খানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
তবে ক্ষতিগ্রস্ত হওয়ায় পারাবত ও জামালপুর এক্সপ্রেস ট্রেন চলাচল আরও কিছুদিন বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আজ সোমবার বিকেল ৫টা থেকে অনলাইনে আন্তঃনগর ট্রেনের টিকিট পাওয়া যাবে।
এর আগে, বৈষম্যবিরোধী আন্দোলনের মুখে গত ১৮ জুলাই থেকে বিভিন্ন জায়গায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে সরকারের কারফিউ জারির পর ১৯ জুলাই থেকে পুরোপুরি বন্ধ ছিল ট্রেন চলাচল। এর মধ্যে গত ১-৩ আগস্ট পর্যন্ত সীমিত পরিসরে কমিউটার ট্রেন চলাচল করে।