ব্রাহ্মণবাড়িয়ার দেয়ালে দেয়ালে মুক্তি আর সম্প্রীতির বার্তা
ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের যে দেয়ালগুলো বিজ্ঞাপন বা পোস্টারে ছিল সেসব দেয়ালে এখন শিক্ষার্থীরা আঁকছে গ্রাফিতি। দেয়ালে দেয়ালে দ্রোহ, মুক্তি আর সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিচ্ছে শিক্ষার্থীরা।
কোটা আন্দোলেনে শহীদ ব্রাহ্মণবাড়িয়ার সন্তান মীর মাহফিজুর রহমান মুগ্ধকে নিয়েও রয়েছে একাধিক চিত্র প্রর্দশনী। শিক্ষার্থীদের অনুপ্রাণিত করার জন্য মুগ্ধ’র সেই কথাগুলো ‘পানি লাগবে, পানি’ ছড়িয়ে দেয়া হচ্ছে পুরো জেলা জুড়ে।
সরেজমিন ঘুরে দেখা যায়, ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষার্থীরা কেউ দেয়াল ঘষে পরিষ্কার করছেন, কেউ বা সেখানে রঙের প্রলেপ দিচ্ছেন। কেউবা সেই প্রলেপ দেওয়া জায়গায় আঁকছেন লাল-সবুজের পতাকা। কেউ আবার ব্যস্ত স্লোগান লেখায়। শত শত
শিক্ষার্থীর এই রকম ব্যস্ততা জেলা শহরের টি.এ রোড়, কালিবাড়ি, ফারুকী পার্ক, ডিসি বাংলো, হালদার পাড়া, অন্নদা স্কুল, বি-বাড়িয়া স্কুল ও সরকারি কলেজের সামনে দেয়ালে।
এসব গ্রাফিতির মধ্যে সারা দেশে আলোড়ন সৃষ্টি করেছে ‘স্বাধীনতার সূর্যোদয়’ গ্রাফিতিটি। ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে শিক্ষার্থীদের আঁকা এ গ্রাফিতি।
নগরীর দীর্ঘ দেয়ালগুলো রংতুলির আঁচড়ে বর্ণিল হয়ে উঠেছে। শিক্ষার্থীদের ২০ থেকে ২৫টি ছোট ছোট দল সেখানে এই আঁকাআঁকির কাজ করছে।