১০ কার্যদিবসে বিচার বিভাগীয় কর্মকর্তাদের সম্পদের হিসাব চাইলেন আইন উপদেষ্টা
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/08/14/aasiph_njrul02.jpg)
আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল আজ বুধবার সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেন। ছবি : এনটিভি
আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, ‘আগামী ১০ কার্যদিবসের মধ্যে বিচার বিভাগীয় কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের দেশ-বিদেশের স্থাবর ও অস্থাবর সম্পদের হিসাব চাওয়া হয়েছে।’
আজ বুধবার (১৪ আগস্ট) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন উপদেষ্টা আসিফ নজরুল।
আইন উপদেষ্টা বলেন, ‘বিদায়ী সরকারের প্রধানমন্ত্রীসহ (শেখ হাসিনা) গণহত্যার নির্দেশদাতাদের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হবে। ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন অনুযায়ী, ঢাকায় এ ধরনের একটি আদালত গঠিত আছে। ছাত্র-জনতাকে গুলি করে নৃশংসভাবে হত্যার মতো এ মানবতাবিরোধী অপরাধের তদন্ত জাতিসংঘের অধীনে হবে।’
আসিফ নজরুল বলেন, গত ১ জুলাই থেকে ৫ আগস্ট সময়ের মধ্যে ছাত্র-জনতার বিরুদ্ধে করা মামলাগুলো প্রত্যাহার হবে। বৃহস্পতিবারের মধ্যে ঢাকার সব মামলা প্রত্যাহার করা হবে।