সমন্বয়ক হাসনাত আবদুল্লাহকে দেখতে সিএমএইচে ধর্ম উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন আজ বুধবার সমন্বয়ক হাসনাত আবদুল্লাহকে দেখতে সিএমএইচ হাসপাতালে গিয়েছেন। ছবি : বাসস
অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহকে দেখতে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) গিয়েছেন।
আজ বুধবার (২৮ আগস্ট) দুপুরে ধর্ম উপদেষ্টা সিএমএইচে হাসনাত আব্দুল্লাহর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। কর্তব্যরত ডাক্তারদের সঙ্গে কথা বলেন। ধর্ম উপদেষ্টা হাসপাতালে হাসনাতের জন্য দোয়া ও আশু রোগমুক্তি কামনা করেন।
ধর্ম উপদেষ্টা পরে হাসপাতালের চক্ষু ওয়ার্ডে যান এবং বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের সঙ্গে কথা বলেন ও তাদের চিকিৎসার খোঁজখবর নেন।
এসময় ধর্ম সচিব মু. আ. হামিদ জমাদ্দার, উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমদ উপস্থিত ছিলেন।
গত রোববার সচিবালয়ের সামনে আনসারদের হামলায় হাসনাত আবদুল্লাহ গুরুতর আহত হন।