ফেনীর বন্যাকবলিত মানুষের পাশে এনটিভি
মানুষ মানুষের জন্য। সময়ের সাথে আগামীর পথে দর্শকনন্দিত চ্যানেল এনটিভি বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। সারাদেশের বন্যাকবলিত এলাকায় ত্রাণসামগ্রী নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে। এ মহৎ উদ্যোগের অংশ হিসাবে ফেনীর বন্যাকবলিত এলাকায় ত্রাণ বিতরণ করেছে এনটিভি।
বৃহস্পতিবার বিকেলে ফেনী সদর থানার বন্যাকবলিত কাজিরবাগ এলাকায় ও সন্ধ্যায় একই উপজেলার শর্শদী ইউনিয়নের জাহানপুর এলাকার বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে। এ সব এলাকার মানুষের বন্যার কারণে বসতবাড়ি ডুবে যাওয়ায় খাদ্যসামগ্রী না থাকায় খাদ্যাভাবে দিনাতিপাত করছিল। এ খবর পাওয়ায় এনটিভি ত্রাণ টিম এ এলাকাগুলোতে ত্রাণ বিতরণের উদ্যোগ নেয়। এনটিভিই প্রথম এসব এলাকায় খাদ্যসামগ্রী ও ত্রাণ বিতরণ করেছে। বিভিন্ন আইটেমের ত্রাণের প্যাকেট পেয়ে মানুষ খুশি।
ত্রাণ পাওয়া বন্যাকবলিত মানুষ জানায়, এনটিভি মানবতার যে দৃষ্টন্ত স্থাপন করেছে তা দেখে অন্য টেলিভিশনও যেন দেশের যে সব এলাকা বন্যাকবলিত হয়েছে, সেসব এলাকার দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে মানবতার সেবায় এগিয়ে আসে।