ঝিনাইদহ সীমান্তে ভারতীয় মর্টার শেল, বিজিবির প্রতিবাদ
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় মর্টারের অবিস্ফোরিত শেল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শনিবার (৩১ আগস্ট) সকালে মহেশপুর উপজেলার লড়াইঘাট সীমান্তের একটি শিমক্ষেতে শেলটি পাওয়া যায়। এ তথ্য নিশ্চিত করেছে মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়ন। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয়রা জানান, গত ১৬ আগস্ট রাত ১০টার দিকে লড়াইঘাট বিজিবি ক্যাম্প থেকে প্রায় এক কিলোমিটার দূরে বিকট শব্দ শোনা যায়। সেসময় চারপাশ আলোকিত হয়ে যায়। গতকাল শনিবার সকালে ওই গ্রামের কৃষক নাজু হোসেন তার শিমক্ষেতে গেলে মর্টার শেলটি দেখতে পান। পরে তিনি বিজিবিকে খবর দেন। বিজিবি গিয়ে পুরো এলাকায় নিরাপত্তা জোরদার এবং শেলটি উদ্ধার করে।
বিকেলে মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মেজর মোল্লা ওবায়দুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
মেজর মোল্লা ওবায়দুর রহমান বলেন, মর্টার শেল পাওয়ার ঘটনায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কাছে প্রতিবাদ জানিয়ে চিঠি পাঠানো হয়েছে। সেই সঙ্গে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। ঢাকা থেকে বোম্ব ডিস্পোজাল ইউনিট এসে মর্টার শেলটি নিষ্ক্রিয় করবে বলেও জানান তিনি।