ডেঙ্গুতে আরও ১৯৬ জন শনাক্ত
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/09/13/dengu-_0.jpg)
ডেঙ্গু ওয়ার্ড। ফাইল ছবি
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে আরও ভর্তি হয়েছেন আরও ১৯৬ জন। আজ শুক্রবার (১৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন আক্রান্তদের মধ্যে ঢাকা মহানগরে ১০৩ জন ভর্তি হয়েছেন। এছাড়া ঢাকা বিভাগে ৩৭ জন, চট্টগ্রাম বিভাগে ৩৩, খুলনা বিভাগে ১৪, রাজশাহী বিভাগে সাতজন এবং রংপুর বিভাগে দুইজন রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৪১ জন। যাদের মধ্যে ১০৩ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, দেশের বিভিন্ন হাসপাতালে আজ শুক্রবার সকাল পর্যন্ত এক হাজার ৭৪৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে ঢাকায় ভর্তি এক হাজার ১২৬ জন এবং ঢাকার বাইরে এ সংখ্যা ৬১৯।