রাজনৈতিক কর্মসূচিতে গুলি, শেখ হাসিনাকে আসামি করে মামলা
সাভারে রাজনৈতিক কর্মসূচিতে পুলিশের হামলার ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাসহ তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশপ্রধানসহ সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। প্রায় ১২ বছর আগের ঘটনায় আজ শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে সাভার মডেল থানায় মামলাটি রেকর্ড করা হয়।
মামলার বাদী নব্বইয়ের দশকের তুখোড় ছাত্র নেতা, ডাকসুর সাবেক এজিএস, ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা।
শেখ হাসিনা ছাড়াও মামলার অন্য আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দীন খান আলমগীর, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার, ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি এস এম মাহফুজুল হক নুরুজ্জামান, তৎকালীন ঢাকা জেলার পুলিশ সুপার এবং ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান ও ঢাকা জেলার তৎকালীন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুস সালাম।
আসামিদের বিরুদ্ধে হত্যার উদ্দেশ্যে মারপিট এবং হুমকি দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
এজাহারে বলা হয়, ২০১২ সালের ৯ ডিসেম্বর বিএনপির নেতৃত্বে ১৮ দলীয় জোটের ডাকা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে নেতাকর্মীদের নিয়ে সাভারে আমিন বাজার ব্রিজে অবস্থান করেন বিএনপির তৎকালীন আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম। বেলা ১১টায় পুলিশ নেতাকর্মীদের ওপর চড়াও হয়ে লাঠিচার্জ শুরু করে। একপর্যায়ে পুলিশ নাজিম উদ্দিন আলমকে লক্ষ্য করে হত্যার উদ্দেশ্যে শর্টগান দিয়ে গুলি ছোড়ে এবং এলোপাতাড়ি লাঠিপেটা করে।
পেটে গুলিবিদ্ধ নাজিম উদ্দিন আলমকে রক্তাক্ত জখম অবস্থায় উদ্ধার করে প্রথমে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে ভর্তি করা হয় রাজধানীর স্কয়ার হাসপাতালে। সেখানে দীর্ঘদিন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে সুস্থ হয়ে ফিরে আসেন তিনি।