দেশকে এগিয়ে নিতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে : মোসাদ্দেক আলী
অন্তর্বর্তী সরকারের জনকল্যাণমূলক কাজে সবাইকে সহযোগিতার আহ্বান জানিয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব, সাবেক সংসদ সদস্য ও এনটিভির চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলী বলেছেন, সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে পর্যুদস্ত বাংলাদেশকে এগিয়ে নিতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। ড. মুহাম্মদ ইউনূস সরকারের জনকল্যাণমূলক কাজে সবাইকে সহযোগিতা করতে হবে।
স্থানীয় সময় রোববার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কের জ্যাকসন হাইটে পার্টি হাউসে এনটিভি পরিবারের আয়োজনে নিউইয়র্কে কর্মরত এবং জাতিসংঘের অধিবেশন সামনে রেখে যাওয়া সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির দেওয়া বক্তব্যে এনটিভির চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলী এসব কথা বলেন।
সাংবাদিক ফরিদ আলমের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন ব্যবসায়ী লুৎফর রহমান বাদল ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী। স্বৈরাচার শেখ হাসিনার নিপীড়ন-নির্যাতনের মুখে সাংবাদিকরা কীভাবে প্রাণ বাঁচাতে বিদেশে পালিয়েছিলেন তা নিয়েও সভায় কথা বলেন সাংবাদিকরা।
মোহাম্মদ মোসাদ্দেক আলী বলেন, ‘সংগ্রামে যারা নেতৃত্ব দিয়েছে আমাদের সন্তানতুল্য ছাত্র-জনতা সবাইকে আমার নিজের এবং দেশবাসীর পক্ষ থেকে আবারও কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। আমাদের গৌরবের বিষয় ড. ইউনূসের মতো একজন ব্যক্তিত্ব দায়িত্ব নিয়েছেন। তাঁর মতো একজনকে পাওয়াও ভাগ্যের বিষয়। তাঁর নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আমাদের উচিত হবে, আমরা যেখানে যে অবস্থায় থাকি, যার যার অবস্থান থেকে সরকারকে সহযোগিতা করা। তাঁরা যেন সুন্দরভাবে দেশকে একটি গণতান্ত্রিক সরকারের কাছে হস্তান্তর করতে পারেন।’
এনটিভির চেয়ারম্যান বলেন, ‘সাংবাদিক হোক, ব্যবসায়ী হোক, রাজনীতিবিদ হোক বা কবি-সাহিত্যিক যে-ই হোক, যে যা করেছেন তার বিচার হওয়া উচিত। বিচার না হলে পরবর্তীতে আবার যারা ক্ষমতায় আসবে তাঁরা একই কাজ করবে। এই বিচারটা যেন স্বচ্ছ হয়, সবাইকে খেয়াল রাখতে হবে। তাঁরা ভুল করেছেন, আমরাও যেন ভুল করে তাদের ওপর চাপ সৃষ্টি না করি। যে যা অন্যায় করেছেন তাঁর বিচার হওয়া উচিত। এক্ষেত্রে ন্যায়বিচারের পক্ষে আমাদের সবাইকে সহযোগিতা করা উচিত।’