নরসিংদী জেলা কারাগার থেকে লুট হওয়া ৫৮২ রাউন্ড গুলি উদ্ধার
নরসিংদীতে সেনাবাহিনীর অভিযানে জেলা কারাগার থেকে লুট হওয়া ৫৮২ রাউন্ড গুলি উদ্ধার করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। আজ সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে নরসিংদী জেলা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
জানা গেছে, ২৮ ইস্ট বেঙ্গলের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফাহিম মাহবুব উদ্ধার করা গুলি সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।
সেনাবাহিনী জানায়, গোপন সংবাদে জানা গেছে, সদর উপজেলার চিনিশপুর এলাকার একটি ডোবায় বেশ কিছু গুলি (এম্যুনেশন) রয়েছে। পরে ২৮ ইস্ট বেঙ্গল ক্যাপ্টেন আব্দুল্লাহিল তাহমিদের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল ওই স্থানে অভিযান চালায়। পরে সেখান থেকে ৫৮২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই নরসিংদী জেলা কারাগার থেকে ৮৫টি অস্ত্র ও আট হাজার ১৫ রাউন্ড গুলি লুট হয়। এরপর সেনাবাহিনী অভিযান চালিয়ে কয়েক দফায় লুট হওয়া অস্ত্র ও গুলি উদ্ধার করে।