বাসচাপায় ইজিবাইকযাত্রী কলেজছাত্র নিহত, চালক আহত
গোপালগঞ্জের বিজয় পাশা নামক স্থানে বাসচাপায় ইজিবাইকযাত্রী কলেজছাত্র রেজওয়ান সরদার (২৪) নিহত এবং চালক রিয়াজুল ইসলাম (২৬) গুরুতর আহত হয়েছেন। এ সময় দুমড়ে-মুচড়ে গেছে ইজিবাইকটি।
আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাত পৌনে ৮দিকে সদর উপজেলার ঢাকা- খুলনা মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে।
নিহত রেজওয়ান সরদার সদর উপজেলার বিজয়পাশা গ্রামের পূর্বপাড়ার মাসুদুর রহমান সরদারের ছেলে এবং গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজের অর্থনীতি বিভাগের অনার্স শেষ বর্ষের ছাত্র ছিলেন। ইজিবাইকচালক রিয়াজুল মোল্লা একই গ্রামের পশ্চিমপাড়ার লিয়াকত মোল্লার ছেলে। তাঁর অবস্থাও আশঙ্কাজনক। কলেজছাত্র রেজওয়ান সরদারের মৃত্যুতে স্বজন ও সহপাঠীদের আহাজারিতে ভারি হয়ে ওঠে সদর হাসপাতাল এলাকা।
সদর থানার উপপরিদর্শক(এসআই) এ কে এম হাসানুজ্জামান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা কোটালীপাড়াগামী স্টার লাইন পরিবহণের একটি বাস গোপীনাথপুর থেকে ছেড়ে আসা ইজিবাইককে বিজয় পাশার লিংক রোডে ঢোকার সময় চাপা দেয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং ইজিবাইকের যাত্রী কলেজছাত্র রেজওয়ান ও চালক রিয়াজুল গুরুতর আহত হন। দুজনকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আফতাব জিলানী রেজওয়ানকে মৃত ঘোষণা করেন। চালক রিয়াজুল মোল্লাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।