কুমিল্লায় ‘সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক প্রদর্শনী
কুমিল্লা নগরীর ঝাউতলায় লিংকবাংলায় আয়োজন করা হয়েছে সম্ভাবনার বাংলাদেশ শীর্ষক প্রদর্শনী। প্রদর্শনীতে স্থান পেয়েছে আবু সাঈদের গুলিবিদ্ধ বুক, গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের স্লোগানসহ নানান চিত্রকর্ম। আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে প্রদর্শনী উদ্বোধন করেন কুমিল্লা জেলা প্রশাসক আমিরুল কায়সার। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ দেবনাথ এবং আয়োজক মঞ্জুরুল আজিম পলাশসহ অংশগ্রহণকারী চিত্রশিল্পীরা।
আয়োজক মঞ্জুরুল আজিম পলাশ জানান, ছাত্র-জনতার জুলাই অভ্যুত্থানের পর এক নতুন বাংলাদেশের সম্ভাবনা আমাদের সামনে এসেছে। এই অভ্যুত্থানে গ্রাফিতে শিল্পী, চিত্রশিল্পী, সংগীতশিল্পী এবং সাংস্কৃতিক ব্যক্তিত্বদের উল্লেখযোগ্য অংশগ্রহণ ছিল। তরুণ শিল্পীরা এঁকেছেন বিস্ময়কর সব ক্যানভাস। দেশের দেয়াল সমৃদ্ধ হয়েছে চিন্তা-জাগানিয়া নানা চিত্রে আর স্লোগানে।
মঞ্জুরুল আজিম পলাশ আরও বলেন, নিজের অজান্তেই শিল্পীরা প্রতিষ্ঠা করেছেন আধুনিক শিল্পের এক অনন্য স্মারক। আমরা পেয়েছি অসংখ্য প্রতিবাদী র্যাপ সংগীত। ছাত্র-জনতা রাঙিয়ে দিয়েছে দেশের দেয়াল ও আমাদের মনন। স্বৈরাচারহীন এক নতুন নাগরিক বাংলাদেশ আমাদের হাতছানি দিচ্ছে। আগল ভেঙে গেছে সকল জনতার। ভয় ভেঙে কেটে গেছে সবকিছুর পটভূমিতে আমরা কুমিল্লায় আয়োজন করেছি সম্ভাবনার বাংলাদেশ শীর্ষক তিনদিনব্যাপী প্রদর্শনীর। সাথে আড্ডা কর্মশালা আবৃত্তি ও গান। আমরা কুমিল্লার পেশাদার ও স্বশিক্ষিত শিল্পীদের আহ্বান জানিয়েছি। প্রদর্শনীটি চলবে শনিবার পর্যন্ত।