বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিতে চোখ হারানো সাংবাদিকের বাড়িতে লুট
সাভারে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের গুলিতে চোখ হারানো এক সাংবাদিকের বাড়িতে লুটপাট চালিয়েছে দুর্বৃত্তরা। নগদ টাকা, স্বর্ণালংকার, টেলিভিশনসহ মূল্যবান কোনো কিছুই বাদ রাখেনি তারা।
গতকাল শনিবার (২৮ সেপ্টেম্বর) রাতে সাভার পৌরসভার জামসিং মহল্লায় মাছরাঙ্গা টেলিভিশনের সাংবাদিক সৈয়দ হাসিবুন নবী রাজুর বাসায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার বিপ্লবে রক্তক্ষয়ী অধ্যায়ের মাধ্যমে শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের মধ্য দিয়ে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। ওইদিন সকালে সাভারে রেডিও কলোনি এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে প্রথম গুলিবিদ্ধ হন সাংবাদিক সৈয়দ হাসিবুন নবী রাজু। তাঁর সারা দেহে ৯২টি গুলির ক্ষত ছাড়াও একটি গুলি ডান চোখে বিদ্ধ হয়। সেই থেকে চিকিৎসাধীন এই সাংবাদিক এখনও স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি।
![](https://ntvbd.com/sites/default/files/styles/very_big_1/public/images/2024/09/29/saabhaar_2.jpg)
সৈয়দ হাসিবুন নবী রাজুর বাবা এস এম গোলাম মূর্তজা জানান, শনিবার রাতে বাসায় ঢুকতেই দেখেন, সদর দরজার তালা ভাঙা। ভেতরের পরিস্থিতি দেখে তিনি বাকরুদ্ধ হয়ে পড়েন। প্রতিটি কক্ষ তছনছ করে দুর্বৃত্তরা লুট করে নিয়ে গেছে দুটি টেলিভিশন, নগদ প্রায় ৫০ হাজার টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান সব মালামাল। লুটপাট থেকে বাদ পড়েনি ওয়াইফাইয়ের রাউটার পর্যন্ত।
খবর পেয়ে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মাহবুব সরকার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির বলেন, এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।