সাভারে ঘোষণা দিয়ে মাজারে হামলা, আহত ১০
সাভারে পূর্ব ঘোষণা দিয়ে মাজারে হামলার ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছে। গতকাল রোববার গভীর রাতে বনগাঁও ইউনিয়নের চাকুলিয়ায় সুফি সাধক কাজী জাবেরের মাজারে এই হামলার ঘটনা ঘটে।
হামলায় নারী পুরুষসহ অন্তত ১০ জন আহত হয়েছে বলে দাবি করেছেন সুফি সাধক কাজী জাবেরের ছেলে কাজী আফসার উদ্দিন।
হামলার ঘটনায় এলাকাজুড়ে বিরাজ করছে উত্তেজনা। স্থানীয় মুসল্লি এবং মাজার অনুসারীদের সংঘাত নিয়ন্ত্রণে ওই এলাকায় পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা পুলিশের সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহীনুর কবির।
জানা গেছে, কাজী জাবের সুরেশ্বর দরবার শরীফের পীরের অনুসারী। রাত ১টার দিকে ওই মাজার লক্ষ্য করে একদল মানুষ ইট পাটকল নিক্ষেপ, ভাংচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় মাজার থেকে কেউকেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে আত্মরক্ষার আকুতি জানান। একপর্যায়ে মাজারের বাইরে থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এসময় ফেসবুক লাইভে নারী পুরুষের আর্তনাদ ও আহত হবার দৃশ্য দেখা যায়।
কাজী আফসার উদ্দিনের ছেলে গোলাম রসুল বলেন, হামলাকারীরা বাড়ির গেটে আগুন দেওয়ার পাশাপাশি একটি মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে। উপর্যুপরি ইট পাটকেল নিক্ষেপ করায় মাজারের ব্যাপক ক্ষতি হয়েছে। এই ঘটনায় মাজার অনুসারী থেকে শুরু করে আশপাশের বাসিন্দারা নিরাপত্তাহীনতায় রয়েছেন।
চাকুলিয়া মসজিদের ইমাম তৈয়ব খান জানান, ‘মাজার পূজার নামে যে সংস্কৃতি গরে উঠেছে সেটি স্থানীয় মুসল্লীরা চান না। এখানে কোনো ইসলাম বহির্ভূত কাজকর্ম চলতে দেওয়া যাবে না।’
ঢাকা জেলার পুলিশ সুপার আহম্মদ মুঈদ বলেন, উভয়পক্ষকে শান্তি বজায় রাখার আহ্বান জানানো হয়েছে। পরিস্থিতি বর্তমানে শান্ত আছে।