গাইবান্ধায় কমতে শুরু করেছে নদ-নদীর পানি
গাইবান্ধায় তিস্তা, ব্রহ্মপুত্র, ঘাঘট, করতোয়াসহ সবগুলো নদ-নদীর পানি কমতে শুরু করেছে। আজ মঙ্গলবার (১ অক্টোবর) সকাল পর্যন্ত এসব নদীর পনি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
পাউবো জানায়, ফুলছড়ি স্টেশন পয়েন্টে ব্রহ্মপুত্র ও যমুনার নদীর পানি বিপদসীমার ২৮৭ সেন্টিমিটার, ঘাঘট নদীর পানি নতুন ব্রীজ পয়েন্টে ২৬৮ সেন্টিমিটার, করতোয়ার পানি চক রহিমাপুর পয়েন্টে ৭৮ সেন্টিমিটার এবং তিস্তার পানি কাউনিয়া পয়েন্টে বিপদসীমার ৩৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহম্মদ জানান, এবারের বন্যার ক্ষয়ক্ষতি নিরুপণের কাজ চলছে।