বিএনপিনেতা শাহাদাৎ হোসেনকে চট্টগ্রামের মেয়র ঘোষণা আদালতের
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে কারচুপি ও ফলাফল পাল্টে দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক মেয়র রেজাউল করিমকে অবৈধ উল্লেখ করে প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপিনেতা ডাক্তার শাহাদাৎ হোসেনকে মেয়র ঘোষণা করেছেন চট্টগ্রামের একটি আদালত। একইসাথে আগামী ১০ দিনের মধ্যে তাকে মেয়রের দায়িত্ব অর্পণ করতে নির্বাচন কমিশন সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে।
টানা তিন বছর বিচারকাজ চলার পর সকালে চট্টগ্রামে যুগ্ম জেলা ও দায়রা জজ খায়রুল আমিনের আদালত এই রায় ঘোষণা করেন।
ডাক্তার শাহাদাৎ হোসেনের আইনজীবী জানান, আদালতে ভুয়া ভোট ও কারচুপির মাধ্যমে ফলাফল পাল্টে দেওয়ার বিষয়টি সন্দেহাতীতভাবে প্রমাণ হওয়ায় যুগান্তকারী এই রায় ঘোষণা করেছেন আদালত।
মামলার বাদী আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রাজ্জাক জানান, আদালত অবিলম্বে ডাক্তার শাহাদাৎ হোসেনকে মেয়র ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করতে নির্বাচন কমিশনের প্রতি নির্দেশনা জারি করেছে।
রায়ের পর ডা. শাহাদাৎ হোসেন বলেন, এই রায়ের মাধ্যমে সারাদেশের গণতন্ত্রকামী মানুষের আইনের শাসনের প্রতি যে অনাস্থা তৈরি হয়েছিল তা ফিরে আসতে শুরু করবে। একইসাথে চট্টগ্রামের ২০ লাখ ভোটার যারা বার বার প্রতারিত হয়েছিল তারাও খুশি হয়েছে। অবিলম্বে আদালতের রায় কার্যকর করতে সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানাই।
২০২১ সালে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে নানা কারচুপির অভিযোগ এনে মামলা করেছিলেন ড. শাহাদাত হোসেন।
২০২১ সালে ২৭ জানুয়ারি চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে প্রিন্ট কপি না দেওয়া ও ৪ শতাংশ ভোটকে ২২ শতাংশ দেখানোসহ নানা কারচুপির অভিযোগ এনে যুগ্ম জেলা দায়রা জজ আদালতে মামলা করেন বিএনপির মেয়রপ্রার্থী ডা. শাহাদাত হোসেন। দীর্ঘ ৪ বছর পর মঙ্গলবার দুপুরে যুগ্ম জেলা দায়রা জজ আদালত আগের মেয়রকে অবৈধ ঘোষণা করে ড. শাহাদাতকে বৈধ মেয়র ঘোষণা করেন। একই সাথে ১০ দিনের মধ্যে গেজেট করে দায়িত্ব ড. শাহাদাতকে বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেন আদালত।
ওই মামলায় প্রধান নির্বাচন কমিশনার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাসহ ৯ জনকে আসামি করা হয়েছিল। এ সময় আইনজীবী অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানান। বলে দীর্ঘ ১৫ বছর পর দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। সরকারকে ধন্যবাদ জানান রাজনৈতিক নেতারা।
ওই নির্বাচনে তিন লাখ ৬৯ হাজার ২৪৮ ভোট দেখানো হয়েছিল নৌকার প্রতীকে রেজাউল করিম চৌধুরীকে। বিএনপির মেয়রপ্রার্থী শাহাদাত হোসেন ধানের শীষ প্রতীকে দেখানো হয় ৫২ হাজার ৪৮৯ ভোট।