সংস্কার নিয়ে শনিবার বিএনপির সঙ্গে সংলাপ
সংস্কার নিয়ে আগামী শনিবার বিএনপির সঙ্গে সংলাপের মধ্যদিয়ে শুরু হচ্ছে রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের তৃতীয় দফার সংলাপ। অপরদিকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সংস্কারে ৬ কমিশনের পাঁচটির কমিটি চূড়ান্ত করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩ অক্টোবর) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপদেষ্টা পরিষদের সভা পরবর্তী সংবাদ সম্মেলনে একথা জানান। বেলা সাড়ে ১১টার দিকে প্রধান উপদেষ্টার তেজগাঁওয়ের কার্যালয়ে ডক্টর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভা শুরু হয়।
সংবাদ সম্মেলনে শফিকুল আলম বলেন, মালদ্বীপ ও কাতারের সাথে বন্দি বিনিময় চুক্তি হয়েছে; যার মাধ্যমে প্রবাসীদের ফিরিয়ে আনা সম্ভব। উপদেষ্টা পরিষদের সভায় দেশ দুটির সঙ্গে রপ্তানি নীতি নিয়ে আলাপ হয়েছে। পোশাক শ্রমিকদের দাবি-দাওয়ার বিষয়ে প্রধান উপদেষ্টা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কড়া নির্দেশ দিয়েছেন।
এসময় গণমাধ্যমগুলোকে যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব।