মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদের তথ্য
গণঅভ্যুত্থানে গুলি ও নির্যাতনে ১০৫ শিশু নিহত
ছাত্র-জনতার গণঅভ্যূত্থানের সময় নির্বিচার গুলি ও নির্যাতনে সারা দেশে ১০৫ শিশু নিহত হয়েছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। আজ রোববার (৬ অক্টোবর) সচিবালয়ে অধীন দুই মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
শারমীন এস মুরশিদ জানান, সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে নিহত শিশুদের পরিবারের হাতে কিছু আর্থিক সহায়তা তুলে দেওয়া হবে। প্রাথমিকভাবে ৫০ হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলেও জানান শিশুবিষয়ক উপদেষ্টা ।
গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকারের আমলে সমাজ কর্যােণ মন্ত্রণালয় থেকে যেসব আর্থিক অনুদান দেওয়া হয়েছে তাতেও বড় অনিয়মের তথ্য তুলে ধরেন সমাজকল্যাণ উপদেষ্টা।