সাতক্ষীরা চেম্বার অব কমার্স সভাপতি মিঠু গ্রেপ্তার
সাতক্ষীরা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি নাছিম ফারুক খান মিঠুকে গ্রেপ্তার করা হয়েছে। সদর থানা পোড়ানোর মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ব্যবসায়ীরা।
প্রত্যাক্ষদর্শীরা জানান, গত শনিবার দিনগত রাত ১১টায় সাতক্ষীরা সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লে. কর্ণেল আরিফুল ইসলামের নেতৃত্বে একদল সেনা সদস্য শহরের নিউমার্কেট এলাকায় মিঠুর বাসভবনে প্রবেশ করেন। প্রথমে তারা ভবনের আন্ডারগ্রাউন্ডে অবস্থিত মিঠু খানের অফিসে ঢোকেন। সেখানে নিজের পরিচয় দিয়ে আরিফুল উপস্থিত ১৫ থেকে ২০ জন বিভিন্ন শ্রেণিপেশার মানুষের পরিচয় জেনে তাদেরকে চলে যেতে বলেন। এরপর ২ ঘণ্টার অভিযান চলে। অভিযান শেষে লাইসেন্স করা দুটি অস্ত্র এবং গুলিসহ রাত ২টার দিকে মিঠুকে সেনা ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।
এ ব্যাপারে সেনা ক্যাম্পের লে. কর্ণেল আরিফুল ইসলাম বলেন, শক্ত কিছু এলিগেশন আছে মিঠু খানের বিরুদ্ধে। আছে কিছু মামলাও। তার ও তার অ্যাসোসিয়েটসদের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। সময় মতো সব জানানো হবে।
নাছিম ফারুক খান মিঠুর ছেলে শাফিন আরমানের দাবি, গত ৫ আগস্ট সাতক্ষীরা থানা পোড়ানো, হামলা ও লুটপাটের ঘটনায় সরাসরি জড়িত ছিল বলে অভিযোগ এনে আমার বাবাকে হাজতে পাঠানো হয়েছে। কিন্তু যে সময় থানায় হামলা ও ভাঙচুর হয়, সে সময় বাবা বাসায় ও বাসার অফিসে ছিলেন।
ব্যবসায়ীদের পক্ষে এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে। সাতক্ষীরা চেস্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির সহসভাপতি কামরুজ্জামান মুকুল বলেন, সাতক্ষীরা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি নাছিম ফারুক খান মিঠুকে ফাঁসাতে শত্রুতামূলকভাবে একটি পক্ষ বাহিনীর কাছে এ ধরনের তথ্য দিয়ে আটক করিয়েছে। আমরা এ ঘটনা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তিনি দ্রুত সময়ের মধ্যে মিঠুর মুক্তির দাবি জানান।