একটু ধৈর্য ধরুন, স্বস্তি পাবেন : বাণিজ্য উপদেষ্টা
দেশবাসীর উদ্দেশে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দ্রব্যমূল্য কমিয়ে মানুষকে স্বস্তি দিতে আমরা কাজ করছি। আপনারা স্বস্তি পাবেন, একটু ধৈর্য ধরুন। এরইমধ্যে আমরা মূল্যস্ফীতি এক শতাংশ কমিয়ে আনতে পেরেছি।
বাণিজ্য উপদেষ্টা আজ বুধবার (৯ অক্টোবর) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে আয়োজিত ব্রিফিংয়ে এসব কথা বলেন।
নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক করতে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, অল্প সময়ের মধ্যে বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসের সরবরাহ স্বাভাবিক হয়ে আসবে। আমরা আজ মসুর ডাল কেনা, এলএনজি আমদানি ও সার কেনার প্রস্তুাব অনুমোদন দিয়েছি। এগুলো সবই জনগণের স্বস্তির জন্য।
অপর এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, বাজারে চাঁদাবাজি কমে এসেছে। তবে সাম্প্রতিক বন্যাসহ কিছু কারণে উৎপাদন কমেছে। কিছু কিছু ক্ষেত্রে উৎপাদন শুরু হলেও বিপণনের ক্ষেত্রে কিছু ফ্যাক্টর কাজ করছে। আমরা এগুলো অতিক্রম করার চেষ্টা করছি। পাশাপাশি বাজার মনিটরিংও জোরদার করা হয়েছে।