ময়মনসিংহে সাংবাদিকের ওপর হামলা
যমুনা টিভির ময়মনসিংহ ব্যুরো চিফ হোসাইন শাহীদ ও ভিডিও জার্নালিস্ট দেলোয়ার হোসেনের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ সময় পিটিয়ে ভিডিও জার্নালিস্ট দেলোয়ার হোসেনের ডান হাত ভেঙে ফেলা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সংবাদ সংগ্রহের কাজে যমুনা টিভির ময়মনসিংহ ব্যুরো চিফ হোসাইন শাহীদ ও ভিডিও জার্নালিস্ট দেলোয়ার হোসেন মোটরসাইকেলযোগে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিলেন। পথে পাটগুদাম এলাকার রেল ক্রসিংয়ে রেলওয়ে নিউ কলোনি এলাকায় পৌঁছালে এক যুবক তাদের ওপর হামলা চালায়। প্রথমে রেল লাইনের পাত দিয়ে হোসাইন শাহীদের মাথায় আঘাত করে। পরে ভিডিও জার্নালিস্ট দেলোয়ার হোসেন ওপর চরাও হয়। এ সময় ক্যামেরা ভেঙে ফেলার চেষ্টা করে। একপর্যয়ে দেলোয়ার হোসেনের কানে ও হাতে কামড় দেয় এবং পিটিয়ে তার ডান হাত ভেঙে ফেলে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা উদ্ধার করে আহতদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিউ কলোনি এলাকা থেকে ওই বখাটে যুবককে আটক করে। তার নাম আলিফ ইমরান।
এ ঘটনায় ময়মনসিংহে কর্মরত সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের সাংবাদিক নেতারা নিন্দা জানান এবং দোষীর শাস্তি দাবি করেন।
ময়মনসিংহের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান বলেন, হামলাকারীকে আটক করে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।