রাষ্ট্র পরিচালনার জন্য নয়, সংস্কারের জন্য ছাত্র-জনতা রক্ত দিয়েছে : উপদেষ্টা সাখাওয়াত
রাষ্ট্র পরিচালনার জন্য নয়, রাষ্ট্র সংস্কারের জন্য ছাত্র-জনতা রক্ত দিয়েছে উল্লেখ করে বস্ত্র ও পাট এবং নৌ পরিবহণ মন্ত্রণালয়ের উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, অনেক রক্ত ঝরেছে। পরিবর্তন যদি আমরা করতে না পারি তাহলে এই রক্তের সঙ্গে বেঈমানি করা হবে।
আজ শনিবার (১২ অক্টোবর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) আয়োজিত ‘নির্বাচন কমিশনে কেমন সংস্কার চাই’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা সাখাওয়াত এ মন্তব্য করেন।
ড. এম সাখাওয়াত বলেন, ছাত্ররা যে রক্ত দিয়েছে রাষ্ট্রে, সেটি সংস্কার করার জন্য, রাষ্ট্র পরিচালনার জন্য নয়। আমাদের মুখ্য উদ্দেশ ছিল, আছে, রাষ্ট্রের যে ব্যবস্থাপনা ভেঙে পড়েছে, অনেক জায়গায় মাটির সঙ্গে মিশে গেছে। সেটাকে দাঁড় করানো চাট্টিখানি কথা নয়।
রাজনৈতিক দলগুলোর উদ্দেশে অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা বলেন, সংস্কারের যে আলাপ হচ্ছে, সেগুলো আমার বিশ্বাস, তারাও ধারণ করবেন। তবে, দু-একটি জায়গায়, যেগুলো আমরা সবাই দেখেছি, এগুলো শুধরাতে সময় লাগবে। আমি প্রত্যককে ওতপ্রোতভাবে এর সঙ্গে জড়িত থাকার আহ্বান জানাই। তিনি আরও বলেন, আসলে দেশ পরিচালনা রাজনীতিবিদরাই করবেন আজকে হোক আর কালকে হোক। কাজেই দায়-দায়িত্ব তাদের আজ থেকেই শুরু করতে হবে।