জামায়াতের আমিরের সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
ভাতৃপ্রতিম দেশ হিসেবে ফিলিস্তিনের প্রতি সমর্থন ও সাহায্য অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বুধবার বিকেলে রাজধানীর মগবাজারস্থ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে, বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের একথা জানান। এসময় তিনি আরও বলেন, স্বাধীন সার্বভৌমত্ব ফিলিস্তিন গড়ে তুলতে জামায়াতের সর্বাত্মক সহযোগিতা থাকবে। এছাড়া ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান সাংবাদিকদের বলেন, এটি শুধু সম্পর্কের সূচনা, বাংলাদেশের সাথে ফিলিস্তিনের এই সম্পর্ক নিয়ে বৃহতাকারে পরিকল্পনা রয়েছে।
জামায়াতের আমিরের সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ। বিস্তারিত দেখুন ভিডিওতে।